শুক্রবার ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লিড নিউজ >>
লিড নিউজ >>

নিজের মূর্তি দেখে বিস্মিত এমবাপ্পে, ‘এটা আমি!’

 |  আপডেট ১১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | প্রিন্ট  

নিজের মূর্তি দেখে বিস্মিত এমবাপ্পে, ‘এটা আমি!’

লন্ডনের মাদাম তুসো জাদুঘরে নিজের নতুন মোমের মূর্তি দেখে বিস্মিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। উচ্ছ্বসিত হয়ে এই ফরাসি ফুটবল তারকা বলেছেন, ‘‘এটা তো আমি! অবিশ্বাস্য, চমৎকার!’’


আগামী ৪ এপ্রিল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে এই মূর্তিটি। মূর্তিটি তৈরি করা হয়েছে এমবাপ্পের জাতীয় দলের জার্সিতে তার চিরচেনা ‘বাহু ক্রস করে বুকের ওপর রাখা’ ভঙ্গিতে।

মূর্তিটি দেখে অভিভূত এমবাপ্পে বললেন, ‘‘শিল্পীরা অসাধারণ কাজ করেছেন। চুল, ভঙ্গি—সবকিছু এত নিখুঁত যে মনে হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। এটা যেন অবিশ্বাস্য বাস্তবতা!’’ মূর্তির পোশাক থেকে শুরু করে জুতার ডিজাইন পর্যন্ত প্রতিটি সূক্ষ্ম কাজের প্রশংসা করেন তিনি।

প্যারিসের ‘মিউজে গ্র্যাঁভাঁ’ এবং বার্লিনের ‘মাদাম তুসো’ জাদুঘরে ইতোমধ্যেই এমবাপ্পের দুটি মোমের মূর্তি রয়েছে। এবার লন্ডনের এই নতুন সংযোজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি, ‘‘এটা সত্যিই দারুণ সম্মানের বিষয়। আমি খুব খুশি। আমার জন্য এটি একটি বিশেষ দিন।’’

এই মূর্তি তৈরিতে কয়েক মাস ধরে এমবাপ্পে এবং জাদুঘরের শিল্পীরা একসঙ্গে কাজ করেছেন। নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তার শত শত মাপ নেওয়া হয় এবং অনেকবার সংশোধন করা হয় যাতে তার শক্তি ও ব্যক্তিত্ব ফুটে ওঠে।

এই সফরে এমবাপ্পে লন্ডন শহরের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান। তিনি বলেন, ‘‘আমি লন্ডনে আসতে খুব পছন্দ করি। এখানকার খাবার, সংস্কৃতি—সবকিছু দারুণ। এটি সত্যিই বিশ্বের অন্যতম সেরা শহর।’’

বার্লিনের মাদাম তুসো জাদুঘরে নিজের আগের মূর্তি দেখার সময় এমবাপ্পে মজা করে বলেছিলেন, ‘‘এটা এমবাপ্পের চেয়েও বেশি এমবাপ্পে!’’ তার এই হাস্যরসাত্মক মন্তব্য ভক্তদের বেশ আনন্দ দিয়েছিল।

ঢাকা/আমিনুল

Source link

Facebook Comments Box

advertisement
advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
এ্যাডভোকেট মো. আল-মামুন তালুকদার প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

লোকমান মার্কেট, জাহাঙ্গীরপুর সেন্টার, মদন, নেত্রকোনা।

হেল্প লাইনঃ +8801776333546

E-mail: almamun24iiuc@gmail.com

120