শুক্রবার ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লিড নিউজ >>
লিড নিউজ >>

মদনে আলোকিত নায়েকপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

 |  আপডেট ১২:৩১ অপরাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট  

মদনে আলোকিত নায়েকপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর গ্রামে “আলোকিত নায়েকপুর” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকালে নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 


অনুষ্ঠানে সারোয়ার জামান খান (মাহাবুব মাস্টার) এর সভাপতিত্বে এবং আমিরুল তাং (তহুর মাস্টার) এর সঞ্চালয় ঈদ খাদ্য সামগ্রী-২০২৫ বিতরণ অনুষ্ঠিত হয়।

 

প্রতি বছরের ন্যায় এ বছরও ১২০ জনরে মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি, ১ প্যাকেট দুধ, ১ লিটার সয়াবিন তৈল, ১টি সুগন্ধি সাবান, আধা কেজি মসুর ডাল দেওয়া হয়।

 

এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন খান, সংগঠনের উপদেষ্টা আবুল কালাম খান, সাবেক ইউপি সদস্য কয়েছ ইয়ার খান ও সম্রাট খান।

 

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি খান দিলোয়ার জাহান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক হাকিমুল তালুকদার, কোষাধ্যক্ষ মাসুম ইয়ার খান, সদস্য তালহা খান, মিজানুর রহমান খান, আলমগীর খানসহ আরও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
এ্যাডভোকেট মো. আল-মামুন তালুকদার প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

লোকমান মার্কেট, জাহাঙ্গীরপুর সেন্টার, মদন, নেত্রকোনা।

হেল্প লাইনঃ +8801776333546

E-mail: almamun24iiuc@gmail.com

120